০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

জুভেন্টাসের ৩ ফুটবলারকে জরিমানা

পার্টি করে ইতালীয় সরকারের করোনাভাইরাসের নিয়ম ভঙ্গ করেছেন জুভেন্টাসের তিন তারকা ফুটবলার পাওলো দিবালা, আর্থার ও ওয়েস্টন ম্যাকেনি।

করোনার নতুন স্ট্রেইন রোধে বিশেষ সতর্কতা জারি করেছে ইতালি সরকার। কোভিড-১৯ এর ঝুঁকি এড়াতে বাড়িতে কিংবা যেকোনও জায়গায় পার্টি করা নিষেধ। সেই সাথে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কিন্তু জুভেন্টাসের এই তিন ফুটবলার, তুরিনে মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনির বাড়িতে ২০ জন অতিথি নিয়ে পার্টি করেন।

প্রতিবেশির দেওয়া সংবাদে পুলিশ হাজির হয় পণ্ড করে দেয় সেই আয়োজন। রাত সাড়ে ১১টায়ও চলছিল এই পার্টি তাই কারফিও ভঙ্গ করেছেন তারা। এই ঘটনায় পুলিশ আর্থিক জরিমানা করেছে দিবালা, আর্থার ও ম্যাকেনিকে। ক্লাব থেকেও আসতে পারে সাজা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

জুভেন্টাসের ৩ ফুটবলারকে জরিমানা

প্রকাশিত : ১২:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

পার্টি করে ইতালীয় সরকারের করোনাভাইরাসের নিয়ম ভঙ্গ করেছেন জুভেন্টাসের তিন তারকা ফুটবলার পাওলো দিবালা, আর্থার ও ওয়েস্টন ম্যাকেনি।

করোনার নতুন স্ট্রেইন রোধে বিশেষ সতর্কতা জারি করেছে ইতালি সরকার। কোভিড-১৯ এর ঝুঁকি এড়াতে বাড়িতে কিংবা যেকোনও জায়গায় পার্টি করা নিষেধ। সেই সাথে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কিন্তু জুভেন্টাসের এই তিন ফুটবলার, তুরিনে মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনির বাড়িতে ২০ জন অতিথি নিয়ে পার্টি করেন।

প্রতিবেশির দেওয়া সংবাদে পুলিশ হাজির হয় পণ্ড করে দেয় সেই আয়োজন। রাত সাড়ে ১১টায়ও চলছিল এই পার্টি তাই কারফিও ভঙ্গ করেছেন তারা। এই ঘটনায় পুলিশ আর্থিক জরিমানা করেছে দিবালা, আর্থার ও ম্যাকেনিকে। ক্লাব থেকেও আসতে পারে সাজা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার