ভোলায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা সাইমা বেগম (৩৫) ও বরের মা রোকেয়া বেগমকে (৪০) কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মন্টু মিয়ার স্ত্রী রোকেয়া বেগম ও একই এলাকার ইউসুফ আলী স্ত্রী সাইমা বেগম। চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বর মো. সোহাগের বাড়িতে অভিযান চালালে বর ও কনেসহ দুই পরিবারের সবাই পালিয়ে যায়। এসময় বরের মা ও কনের মাকে আটক করা হয়। পরে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে ৫০ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি আরো জানান, দুইজন জরিমানার টাকা দিতে অপারগ হওয়ায় তাদের জেল হাজতে পাঠানো হয়।
১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
কারাগারে কনে ও বরের মা
-
ভোলা প্রতিনিধি
- প্রকাশিত : ১২:৫০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- 41
ট্যাগ :
জনপ্রিয়