ব্রাহ্মণবাড়িযার নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামের পূর্ব পাশে যমুনা খালের ওপর স্বাধীনতার ৫০ বছর পরও ব্রিজ নির্মিত হয়নি। প্রায় ২০০ মিটার সাঁকো দিয়ে দৈনিক রছুল্লাবাদ -সাতমোড়া- জিনোদপুর ও ইব্রাহিমপুর সহ ৪ ইউনিয়নের ৩০টি গ্রামের স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার জনগণ প্রতিদিন চলাচল করছে। এ ৪ ইউনিয়নের অন্যতম যোগাযোগের মাধ্যম এ সাঁকোটি । বিভিন্ন সময় স্থানীয় জনগণের উদ্যোগে কখনোবা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এ সাঁকোটি নির্মিত হয়। বাঁশ দিয়ে নির্মিত সাঁকোটি প্রায় প্রতি বছরই তৈরি করতে হয়। ২০১৮ সালে ৯৭ এস এসসি ব্যাচের শিক্ষার্থীরা কাঠের সাঁকোটি যমুনা খালের ওপর তৈরি করে তাও গত বছর ভেঙ্গে যায়। জনগন তা মেরামত করে টিকিয়ে রেখেছে। জনগনের প্রাণের দাবি এখানে পাকা ব্রিজ নির্মাণের। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির বলেন-মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল মহোদয় ব্রিজটির প্রস্তাবনা উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছেন। বর্তমানে মহামারী করোনার জন্য কাজের অগ্রগতি হচ্ছে না।
১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
৩০ গ্রামের ভরসা বাঁশের সাঁকো
-
হালিমা খানম,ব্রাহ্মণবাড়িয়া - প্রকাশিত : ১২:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- 59
ট্যাগ :
জনপ্রিয়





















