১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ইবি’র আরবী বিভাগে আন্তঃসেশন অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগ এর সাংস্কৃতিক সংগঠন “অর্কিড এ্যারাবিক ক্রিয়েশনস” গ্রুপের আয়োজনে দুই দিন ব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) রাতে দুইদিন ব্যাপি এ আন্তঃসেশন অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ফলাফল ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক আলী৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মোঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম, অধ্যাপক ড. আবু সাইদ মোহাম্মাদ আলী, অধ্যাপক ড. সাইফুল গণি নোমান ও অধ্যাপক ড. কাউসার মোঃ বাকি বিল্লাহ’সহ বিভাগের অনান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম আলভী ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ফয়সালের সঞ্চালনায় দুইদিন ব্যাপি এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম৷ মোট পাঁচটি ইভেন্টের এ প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াতে- ১ম স্থান অধিকার করেছে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হুজাইফা, ২য় স্থান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত এবং ৩য় স্থান ২য় বর্ষের শিক্ষার্থী মাহাবুবুর রহমান। ইসলামী সংগীতে- ১ম স্থান অধিকার করেছেন প্রথম বর্ষের শিক্ষার্থী রিসাতুল জান্নাত ইভা, ২য় স্থান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ নূরনবী সরকার নীরব ও ৩য় স্থান চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম।

এছাড়া কবিতা আবৃত্তিতে- ১ম স্থান অধিকার করেছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা আফরিন ইভা, ২য় যৌথভাবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দা সাখিয়া সুলতানা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা ও ৩য় স্থান প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা আহমেদ। উপস্থিত বক্তৃতায়- ১ম স্থান অধিকার করেছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিথী আক্তার, ২য় তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন হোসেন ও ৩য় স্থান প্রথম বর্ষের শিক্ষার্থী আতহার মাসুম। দেশাত্মবোধক গানে- ১ম স্থান অধিকার করেছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ নূরনবী সরকার নীরব, ২য় স্থান প্রথম বর্ষের শিক্ষার্থী পিংকি শেখ ও ৩য় হয়েছে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আল আমীন। প্রতিযোগিতায় বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার ও সার্টিফিকেট।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্ট দুটিতে বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহাবুবুর রহমান, অধ্যাপক ড. মোস্তাক আলী ও অধ্যাপক ড. এ.কে.এম. শামসুল হক সিদ্দিকী। পরে বরিবার কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও দেশাত্মবোধক গান এই তিনটি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই তিনটি ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোঃ আব্দুল মোত্তালিব, অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান। মোট এই পাঁচটি ইভেন্টে বিভাগের প্রত্যেক শিক্ষাবর্ষের অর্ধশত শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রত্যেক প্রতিযোগির জন্য সময় নির্ধারিত ছিলো ৩ মিনিট এবং বিচারকবৃন্দ ১০ নম্বর করে মোট ৩০ নম্বরের মধ্যে প্রতিযোগিদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ণয় করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, নগদ অর্থ লুট, আহত ৩

ইবি’র আরবী বিভাগে আন্তঃসেশন অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত : ০৪:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগ এর সাংস্কৃতিক সংগঠন “অর্কিড এ্যারাবিক ক্রিয়েশনস” গ্রুপের আয়োজনে দুই দিন ব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) রাতে দুইদিন ব্যাপি এ আন্তঃসেশন অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ফলাফল ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক আলী৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মোঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম, অধ্যাপক ড. আবু সাইদ মোহাম্মাদ আলী, অধ্যাপক ড. সাইফুল গণি নোমান ও অধ্যাপক ড. কাউসার মোঃ বাকি বিল্লাহ’সহ বিভাগের অনান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম আলভী ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ফয়সালের সঞ্চালনায় দুইদিন ব্যাপি এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম৷ মোট পাঁচটি ইভেন্টের এ প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াতে- ১ম স্থান অধিকার করেছে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হুজাইফা, ২য় স্থান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত এবং ৩য় স্থান ২য় বর্ষের শিক্ষার্থী মাহাবুবুর রহমান। ইসলামী সংগীতে- ১ম স্থান অধিকার করেছেন প্রথম বর্ষের শিক্ষার্থী রিসাতুল জান্নাত ইভা, ২য় স্থান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ নূরনবী সরকার নীরব ও ৩য় স্থান চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম।

এছাড়া কবিতা আবৃত্তিতে- ১ম স্থান অধিকার করেছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা আফরিন ইভা, ২য় যৌথভাবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দা সাখিয়া সুলতানা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা ও ৩য় স্থান প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা আহমেদ। উপস্থিত বক্তৃতায়- ১ম স্থান অধিকার করেছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিথী আক্তার, ২য় তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন হোসেন ও ৩য় স্থান প্রথম বর্ষের শিক্ষার্থী আতহার মাসুম। দেশাত্মবোধক গানে- ১ম স্থান অধিকার করেছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ নূরনবী সরকার নীরব, ২য় স্থান প্রথম বর্ষের শিক্ষার্থী পিংকি শেখ ও ৩য় হয়েছে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আল আমীন। প্রতিযোগিতায় বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার ও সার্টিফিকেট।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্ট দুটিতে বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহাবুবুর রহমান, অধ্যাপক ড. মোস্তাক আলী ও অধ্যাপক ড. এ.কে.এম. শামসুল হক সিদ্দিকী। পরে বরিবার কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও দেশাত্মবোধক গান এই তিনটি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই তিনটি ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোঃ আব্দুল মোত্তালিব, অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান। মোট এই পাঁচটি ইভেন্টে বিভাগের প্রত্যেক শিক্ষাবর্ষের অর্ধশত শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রত্যেক প্রতিযোগির জন্য সময় নির্ধারিত ছিলো ৩ মিনিট এবং বিচারকবৃন্দ ১০ নম্বর করে মোট ৩০ নম্বরের মধ্যে প্রতিযোগিদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ণয় করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ