করোনায় আক্রান্ত হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন ভালো আছেন। তার হালকা জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। তবে তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আজকালের মধ্যেই সিটি স্ক্যান করাবেন তিনি।
আজ বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ফিরোজায় ছিলেন বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্যরা। এসময় চিকিৎসক দলের সদস্য বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস শাকুর খান, ইউরোলিজিস্ট অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. আল মামুন উপস্থিত ছিলেন।
বোর্ডের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিক জানান, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি স্টেবল আছেন। গত দু’দিনে ম্যাডামের অবস্থা আর বর্তমান অবস্থার রিপোর্ট করেছি। তাতে আমরা দেখেছি, তার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। তার অক্সিজেন সেচুরেশন ভালো আছে। ব্লাডের রিপোর্টও ভালো আছে। তবে বুধবার রাতে উনার জ্বর ছিল, আজ সকালেও জ্বর ছিল একশর মতো। তবে তিনি ভালো আছেন।
মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, দুই একদিনের মধ্যেই ম্যাডামের সিটি স্ক্যান করানো হবে। এতে বোঝা যাবে ফুসফুসে কোনো সংক্রমণ আছে কি না।
কোথায় সিটি স্ক্যান করা হবে জানতে চাইলে ডা. এফ এম সিদ্দিকী বলেন, কোথায় করবো তা আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। সময় মতো আপনাদের জানিয়ে দিবো। তবে দ্রুত সময়ের মাঝে করবো।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















