চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় একটি পরিত্যক্ত পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ইতিমধ্যে তিনটি গাড়ি নিয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিটি করপোরেশন কলেজের পাশে অবস্থিত ক্রিসল্যান্ড গার্মেন্টেসে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া।
তিনি জানান, ‘দুপুর দুইটা ৩৫মিনিটের সময় আমাদের কাছে আগুন লাগার খবর আসে। ওই পোশাক কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বলে জেনেছি। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।’






















