ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদে চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন, সহকারী পুলিশ কমিশনার ইমতিয়াজ মাহবুব, শিবলী নোমান, কেএম শহিদুল ইসলাম ও মাহবুবুল আলম।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মহা: আশরাফুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে সোমবার বলদি করা হলেও মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির গণমাধ্যম শাখা।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ইমতিয়াজ মাহবুবকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-পূর্ব বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. শিবলী নোমানকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-পশ্চিম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার কেএম শহিদুল ইসলাম সোহাগকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-পশ্চিম বিভাগে ও সহকারী পুলিশ কমিশনার মো. মাহাবুবুল আলমকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-উত্তর বিভাগে বদলি করা হয়েছে।






















