০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ভারতে অনেক বাংলাদেশি কূটনীতিক করোনায় আক্রান্ত

ভারতে করোনায় আক্রান্ত হচ্ছে বাংলাদেশি কূটনীতিকরাও। এখন পর্যন্ত প্রায় ১০০ বাংলাদেশি কর্মকর্তা ও কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে দিল্লিতে প্রায় ১০ থেকে ১২ জন এবং কোলকাতায় রয়েছে ২২ জন রোগী। সংশ্লিষ্ট কূটনীতিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান বলেন, ‘আমরা মিশনে যারা কাজ করছে, তাদের প্রত্যেককে টিকা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’

বর্তমানে দিল্লি মিশনে ১০-১২ জন রোগী আছেন জানিয়ে তিনি বলেন, ‘এখানে আমরা হোম অফিস করছি এবং সবাইকে প্রয়োজন ছাড়া চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।’

ভারতের রাজধানীর পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি।’

কোলকাতায় কর্মরত একজন বাংলাদেশ কূটনীতিক জানান, এখানে বর্তমানে আমাদের ২২ জন করোনা রোগী আছেন। তাদের সবার চিকিৎসা চলছে।

এর আগে প্রায় ৩০ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের ডামাডোলে রোগের প্রকোপটা বেশি। আমরা শুনতে পারছি যে, আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ফল ঘোষণার পর লকডাউন দেওয়া হতে পারে।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে রাজ্যসভা নির্বাচন চলছে এবং আগামী ২ মে শেষ হবে।

কোভিড পরিস্থিতি ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিদিন তিন লাখ রোগী নতুন করে শনাক্ত হচ্ছেন। অনেকে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার না থাকায় দুর্ঘটনায় আহত অনেকেই মারা যান

ভারতে অনেক বাংলাদেশি কূটনীতিক করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

ভারতে করোনায় আক্রান্ত হচ্ছে বাংলাদেশি কূটনীতিকরাও। এখন পর্যন্ত প্রায় ১০০ বাংলাদেশি কর্মকর্তা ও কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে দিল্লিতে প্রায় ১০ থেকে ১২ জন এবং কোলকাতায় রয়েছে ২২ জন রোগী। সংশ্লিষ্ট কূটনীতিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান বলেন, ‘আমরা মিশনে যারা কাজ করছে, তাদের প্রত্যেককে টিকা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’

বর্তমানে দিল্লি মিশনে ১০-১২ জন রোগী আছেন জানিয়ে তিনি বলেন, ‘এখানে আমরা হোম অফিস করছি এবং সবাইকে প্রয়োজন ছাড়া চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।’

ভারতের রাজধানীর পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি।’

কোলকাতায় কর্মরত একজন বাংলাদেশ কূটনীতিক জানান, এখানে বর্তমানে আমাদের ২২ জন করোনা রোগী আছেন। তাদের সবার চিকিৎসা চলছে।

এর আগে প্রায় ৩০ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের ডামাডোলে রোগের প্রকোপটা বেশি। আমরা শুনতে পারছি যে, আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ফল ঘোষণার পর লকডাউন দেওয়া হতে পারে।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে রাজ্যসভা নির্বাচন চলছে এবং আগামী ২ মে শেষ হবে।

কোভিড পরিস্থিতি ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিদিন তিন লাখ রোগী নতুন করে শনাক্ত হচ্ছেন। অনেকে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ