মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে অমর একুশে গ্রন্থমেলায় পরিদর্শনকালে মো. আছাদুজ্জামান মিয়া। পরিদর্শনের এক পর্যায়ে তারা ‘মানবাধিকার প্রকাশনী’র স্টলে যান। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে বই প্রকাশ করায় প্রকাশক হুমায়ূন কবীরের প্রসংশা করেন তারা।
মানবাধিকার প্রকাশন ‘কাব্যধারায় বঙ্গবন্ধু’, ‘জনক’, ‘বায়ান্ন থেকে একাত্তর’, ‘জাতির পিতা’, ‘বঙ্গবন্ধুর জন্য কবিতা’, ‘নতুন কবিতায় বঙ্গবন্ধু’, ‘লাল সবুজের মহানায়ক’সহ বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কয়েকটি বই প্রকাশ করেছে।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘বঙ্গবন্ধুর এতো প্রকাশনা আপনার!’
এর পরিপ্রেক্ষিতে হুমায়ূন কবীর বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করে বলব, আগামী বইমেলায় মানবাধিকার প্রকাশনীকে যেনো বড় আকারে সেঙ্কশন (অনুমোদন) করে।’
উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিশ্চয়।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকা ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আপনি আমার কাছে চাইবেন আমি ব্যবস্থা করে দেব। বঙ্গবন্ধুর এতো প্রকাশনা আপনার!’
তখন হুমায়ূন কবীর বলেন, ‘আপনাদের পুলিশ ডিপার্টমেন্টের বঙ্গবন্ধু সংক্রান্ত আরো কোনো বই থাকলে আমরা সেটা প্রকাশ করতে আগ্রহী। আপনার পার্সোনাল বই থাকলেও আমি খুব হ্যাপি হব, আপনি যদি পাণ্ডুলিপি দেন।’
স্টল থেকে চলে যাওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ কমিশনারসহ চারজনকে চারটি বই উপহার দেন প্রকাশক।






















