রাজধানীর মুগদায় মানিকনগরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত সোয়া ১২টার দিকে মানিকনগরের ২৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, শিফর আলী (৫০), তার ছেলে আল আমিন (১৯) ও মুরাদ (১২), মেয়ে তানজিলা (২০) এবং নাতি রনি (১৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। তবে রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এতে তারা সবাই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণ থেকেই সিলিং ফ্যানে আগুন লেগে তাদের ওপর পড়ে যায়। এতে তারা দগ্ধ হন।






















