সাইনবোর্ড বাংলায় লেখা নিশ্চিত করতে রাজধানীর আসাদ গেট এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সাইনবোর্ড বাংলা ভাষায় না লেখায় সাতটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কালার ওয়ার্ল্ড ডিজিটাল ফটো এক্সপ্রেস, ওয়ালটন, ডমিনেটরস লিমিটেড, আদিল সিকিউরিটিজ লিমিটেড, ডিজিটাল স্টোর, তানিন বাংলাদেশ প্লাস্টিক লিমিটেড ও নর্দান কলেজ। তাছাড়া এসব প্রতিষ্ঠানের সাইনবোর্ড তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান জানান, হাইকোর্টের আদেশ এবং ডিএনসিসির গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশী সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ছাড়া) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক।
স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব ডিএনসিসি কর্তৃপক্ষকে দেয়া হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করা হয় এবং সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখার অনুরোধ জানানো হয়। তাছাড়া মাইকিংসহ বিভিন্নভাবে এ ব্যাপারে সচেতন করা হয়। তারপরও অনেকে এখনো তাদের প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলা ভাষায় লেখেনি।
তিনি বলেন, ডিএনসিসি এলাকার প্রতিটি নামফলক, সাইনবোর্ড ইত্যাদিতে বাংলা ভাষা নিশ্চিত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে ডিএনসিসির প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজী এবং জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন উপস্থিত ছিলেন।






















