ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ( ৬ মে) সকাল সাড়ে দশটায় কোষাধ্যক্ষের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
পরে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, অর্থনীতি বিভাগ, পরিসংখ্যান বিভাগ, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতি ও ইবি ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























