কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া’র নিজস্ব তহবিল থেকে অসহায়-দুস্থ মানুষদেরকে ঈদ উপহার দেওয়া হয়েছে।সোমবার দাউদকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপি’র তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। দাউদকান্দি উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুল ইসলাম খান এবং দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন।
উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থবছরে, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ঐচ্ছিক তহবিল হতে, দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৪০ জন অসহায়-দুস্থ নারী-পুরুষের মাঝে তালিকাভেদে ১০,০০০,৮,০০০, ৫,০০০ ও ৩,০০০ টাকা হারে মোট ২,৫০,০০০ হাজার টাকা বিতরণ করা হয়।
এরআগে, করোনা মহামারীতে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে সুবিদ আলী ভূঁইয়ার পক্ষ থেকে কয়েক হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ঈদের খাদ্যপণ্য এবং নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।