০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নরসিংদীর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

নরসিংদীতে হাসপাতাল থেকে চুরি হওয়ার ১৫ ঘণ্টা পর দুই দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ মে) রাত ২টার দিকে পৌর শহরের ব্রাহ্মন্দী মহল্লার মালাকার মোড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরই ওই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। তবে চুরির দায়ে অভিযুক্ত নারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এর আগে রোববার বেলা ১১টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার বহির্বিভাগ থেকে চুরি হয় এই নবজাতক। দুইদিন বয়সী এই ছেলে শিশুটিকে ঠা-াজনিত সমস্যায় ভুগতে থাকায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিলো। চুরি হওয়ার পরপরই পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়।

শিশুটি আনিস মিয়া ও সুমাইয়া আক্তার দম্পতির। দুই মাস আগে সন্তান সম্ভবা সুমাইয়া আক্তারকে স্বামীর বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে নরসিংদীতে বাবার বাড়িতে আসে। নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামে তার বাবার বাড়ি ।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, নরসিংদী সদর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শুক্রবার (৮ মে) এই শিশুর জন্ম হয়। পরে ঠা-াজনিত সমস্যা দেখা দেওয়ায় রোববার বেলা ১১টার দিকে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন তার নানি। হাসপাতালটির ২য় তলায় বহির্বিভাগে রোগীর লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে চিকিৎসকের অপক্ষায় ছিলেন তারা। এ সময় সিরিয়াল এগিয়ে আনার চেষ্টা করার জন্য নবজাতকের নানিকে পরামর্শ দেন পাশে থাকা অজ্ঞাত এক নারী। তার পরামর্শে নাতিকে ওই নারীর কোলে দিয়ে সিরিয়ালের খবর নিতে তিনি সামনে এগিয়ে যান। এই সুযোগে কয়েক মিনিটের মধ্যেই ওই শিশুটিকে নিয়ে উধাও হয়ে যান অজ্ঞাত ওই নারী।

ট্যাগ :
জনপ্রিয়

ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না: তারেক রহমান

নরসিংদীর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

প্রকাশিত : ১২:০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১

নরসিংদীতে হাসপাতাল থেকে চুরি হওয়ার ১৫ ঘণ্টা পর দুই দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ মে) রাত ২টার দিকে পৌর শহরের ব্রাহ্মন্দী মহল্লার মালাকার মোড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরই ওই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। তবে চুরির দায়ে অভিযুক্ত নারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এর আগে রোববার বেলা ১১টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার বহির্বিভাগ থেকে চুরি হয় এই নবজাতক। দুইদিন বয়সী এই ছেলে শিশুটিকে ঠা-াজনিত সমস্যায় ভুগতে থাকায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিলো। চুরি হওয়ার পরপরই পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়।

শিশুটি আনিস মিয়া ও সুমাইয়া আক্তার দম্পতির। দুই মাস আগে সন্তান সম্ভবা সুমাইয়া আক্তারকে স্বামীর বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে নরসিংদীতে বাবার বাড়িতে আসে। নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামে তার বাবার বাড়ি ।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, নরসিংদী সদর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শুক্রবার (৮ মে) এই শিশুর জন্ম হয়। পরে ঠা-াজনিত সমস্যা দেখা দেওয়ায় রোববার বেলা ১১টার দিকে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন তার নানি। হাসপাতালটির ২য় তলায় বহির্বিভাগে রোগীর লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে চিকিৎসকের অপক্ষায় ছিলেন তারা। এ সময় সিরিয়াল এগিয়ে আনার চেষ্টা করার জন্য নবজাতকের নানিকে পরামর্শ দেন পাশে থাকা অজ্ঞাত এক নারী। তার পরামর্শে নাতিকে ওই নারীর কোলে দিয়ে সিরিয়ালের খবর নিতে তিনি সামনে এগিয়ে যান। এই সুযোগে কয়েক মিনিটের মধ্যেই ওই শিশুটিকে নিয়ে উধাও হয়ে যান অজ্ঞাত ওই নারী।