ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী তিনদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। সোমবার (১০ মে) বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে শনিবার (১৪ মে) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী রোববার (১৬ মে) সকাল থেকে পূর্বের ন্যায় এপথে আমদানি-রফতানিসহ কাস্টমসের কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।
এদিকে পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোমবার (১০ মে) বন্ধ রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য।বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, সোমবার (১০ মে) পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।বেনাপোল পোর্ট থানার ওসি (অপারেশন) আজিজুল হক বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে।