করোনা পরিস্থিতির মধ্যে সরকারের দেয়া চলমান বিধিনিষেধের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দপ্তরসমূহ বন্ধের সময়সীমা বৃদ্ধি করে হয়েছে। তবে এ সময়ে অনলাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরী পরিসেবা চালু থাকবে।
সোমবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আগামী ১৮ মে ২০২১ থেকে ২৫ মে ২০২১ তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট/বিভাগ/দপ্তর বন্ধ থাকবে। বর্ণিত সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থল (work station)- এ অবস্থান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে অনলাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরী পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা) চালু থাকবে এবং সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালিত হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, সরকারের কঠোর বিধিনিষেধ এর প্রেক্ষিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। আপাতত ২৩ মে পর্যন্ত দপ্তর গুলো বন্ধ রাখা হয়েছে, আর বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস-পরীক্ষার ব্যাপারে ২৯ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ঈদের আগে বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগে অনলাইন ক্লাস চালু ছিলো তারা পুনরায় অনলাইনে ক্লাস নিতে পারবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পেতে থাকায় গত ৩১ মার্চ প্রথম ধাপের লকডাউনের আগেই সরকারি নির্দেশনা মােতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ/দাপ্তরিক কার্যক্রম সীমিত আকারে পরিচালনা ও বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























