করোনাভাইরাস মহামারিতে বন্ধ হয়ে যাওয়া দ্বার বিদেশি পর্যটকদের জন্য শিগগিরই খুলে দেওয়ার পরিকল্পনা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বিশ্বের কয়েকটি দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে কোয়ারেন্টাইনের বিধি-নিষেধ প্রত্যাহারের পর সোমবার দেশটির জ্যেষ্ঠ এক পর্যটন কর্মকর্তা এই পরিকল্পনার কথা জানিয়েছেন। রোববার রাতের দিকে সৌদি আরবের এক ঘোষণায় বলা হয়, বিশ্বের নির্দিষ্ট কয়েকটি দেশের পর্যটক এবং যারা ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করেছেন অথবা সম্প্রতি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন; সৌদিতে এলে তাদের সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে নতুন এই পদক্ষেপ এই মুহূর্তে বিদেশি পর্যটকদের জন্য কার্যকর হবে না। কিন্তু সৌদি আরবের বাসিন্দা, সরকারি এবং ব্যবসায়িক কর্মকর্তা অথবা তাদের পরিবার ও বন্ধু-বান্ধবরা দেশে আসতে চাইলে নতুন এই পদক্ষেপ তাদের জন্য প্রযোজ্য হবে। সৌদি পর্যটন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ফাহদ হামিদআদ্দিন বলেছেন, সৌদি আরব চলতি বছরেই বিদেশি পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। এ বিষয়ে শিগগিরই ঘোষণা আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে ঠিক কোন সময়ে এই ঘোষণা আসতে পারে সেবিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সৌদির এই কর্মকর্তা। সৌদি আরবের নাগরিক; যারা দেশে ভ্রমণের আগে করোনাভাইরাসের ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন অথবা গত ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এবং যাদের বয়স ১৮ বছরের নিচে তারা প্রথমবারের মতো গত বছরের মার্চ থেকে সৌদি ভ্রমণের অনুমতি পাচ্ছেন। সৌদি আরবের বাসিন্দা বন্দর আল নওয়াশ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্থান লাউঞ্জে অপেক্ষা করছেন। তিনি বলেন, এটি দুর্দান্ত এক অনুভূতি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। বিশেষ করে আমরা এবং পুরো বিশ্ব কঠিন একটি সময় অতিক্রমের পর বিধি-নিষেধ প্রত্যাহারের এই ঘোষণায় আমরা খুশি।
০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বিদেশি পর্যটকদের জন্য শিগগিরই খুলছে সৌদির দ্বার
-
আন্তর্জাতিক ডেস্ক - প্রকাশিত : ১২:০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- 52
ট্যাগ :
জনপ্রিয়




















