অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলার ‘তীব্রতম নিন্দা’ জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি। গাজার বেসামরিক অবস্থান লক্ষ্য করে ইসরাইলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সপ্তম দিনে সংস্থাটি এ নিন্দা জানাল। রোববার শেষ বেলায় ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক শেষে এক বিবৃতিতে মুসলিম দেশগুলো এ নিন্দা জানায়। ওআইসি’র পক্ষ থেকে অবিলম্বে বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসের মুসলিম ঐতিহ্য ও স্থাপনাগুলোর বিরুদ্ধে যেকোনো হামলা এবং ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বের অনুভূতিতে উস্কানিমূলক আঘাত হানার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়ে বিবৃতিতে বলা হয়, সেরকম কিছু ঘটলে তার পরিণতি ইসরাইলকে বহন করতে হবে। ওআইসি’র বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের তীব্র বিরোধিতা করে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরাইল সেখানে একটি বর্ণবৈষম্যমূলক প্রথা চালু করেছে। ইসলামি সহযোগিতা সংস্থা আরো জানায়, বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদ হচ্ছে মুসলিম বিশ্বের রেড লাইন এবং এগুলোর পরিপূর্ণ স্বাধীনতার আগ পর্যন্ত ইসরাইল স্থিতিশীলতা বা নিরাপত্তার আশা করতে পারে না।
০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ইসরাইলি হামলার ‘তীব্রতম নিন্দা’ জানাল ওআইসি
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- 53
ট্যাগ :
জনপ্রিয়




















