ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নতুন সভাপতি জসিম উদ্দিনের পর্ষদ দায়িত্ব গ্রহণ করবেন আজ। ওই দিন বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিম নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক গত বুধবার সংগঠনটির ২০২১-২৩ মেয়াদের জন্য নির্বাচিত পর্ষদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিম এবং তার পর্ষদ আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। নতুন সভাপতি জসিম উদ্দিন ২০১০-১২ সালে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি প্লাস্টিক পণ্য, আবাসন, গণমাধ্যম, তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। নতুনভাবে কার্যক্রম শুরু করা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেরও চেয়ারম্যান তিনি। এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদ নতুন পর্ষদকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। বর্তমান পর্ষদের যুগোপযোগী কিছু কাজ ধারাবাহিকভাবে নতুন কমিটিকে এগিয়ে নেবে বলে তাদের বিশ্বাস।
০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
আজ এফবিসিসিআইয়ের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- 52
ট্যাগ :
জনপ্রিয়




















