১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

মিলটনের মিউজিক ভিডিও জুলিয়েট (ভিডিও)

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী মিলটন এর নতুন মিউজিক ভিডিও ‘জুলিয়েট’। ‘তোমার হাজার রোমিও, মাঝে যে আমিও/ জুলিয়েট মনে মনে ভাবতাম তোমায়..’ এমন দারুন কথায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অনিক খান এবং কানিজ। গানের কথা, সুর ও সংগীত কন্ঠশিল্পী মিলটনের নিজের।
জুলফিকার আহমেদ সায়েমের চিত্রগ্রহণে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান আহমেদ। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন ব্রাউনি অমিত। আর গানে গীটার বাজিয়েছেন জেআর সুমন। নতুন ভিডিও প্রসঙ্গে সংগীতশিল্পী মিলটন বলেন, ‘অনেকদিন ধরেই গানটি নিয়ে কাজ করছিলাম। অবশেষে ভিডিও রেডি হলো। লায়নিকের ব্যানারে গানটি মুক্তি পেল। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন। এর বাইরেও আরো কয়েকটি ট্র্যাক নিয়ে কাজ করছি আমি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

মিলটনের মিউজিক ভিডিও জুলিয়েট (ভিডিও)

প্রকাশিত : ০৪:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী মিলটন এর নতুন মিউজিক ভিডিও ‘জুলিয়েট’। ‘তোমার হাজার রোমিও, মাঝে যে আমিও/ জুলিয়েট মনে মনে ভাবতাম তোমায়..’ এমন দারুন কথায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অনিক খান এবং কানিজ। গানের কথা, সুর ও সংগীত কন্ঠশিল্পী মিলটনের নিজের।
জুলফিকার আহমেদ সায়েমের চিত্রগ্রহণে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান আহমেদ। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন ব্রাউনি অমিত। আর গানে গীটার বাজিয়েছেন জেআর সুমন। নতুন ভিডিও প্রসঙ্গে সংগীতশিল্পী মিলটন বলেন, ‘অনেকদিন ধরেই গানটি নিয়ে কাজ করছিলাম। অবশেষে ভিডিও রেডি হলো। লায়নিকের ব্যানারে গানটি মুক্তি পেল। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন। এর বাইরেও আরো কয়েকটি ট্র্যাক নিয়ে কাজ করছি আমি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ