রাজধানীর গুলশান এলাকায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় আসাদুজ্জামান আজিজ (৩৮) নামে এক পথচারীর হয়েছে। রবিবার সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নর্দা এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত আজিজের পিতার নাম সামেজ উদ্দিন বলে জানা গেছে।
গুলশান থানার এসআই আব্দুস সালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে নর্দা এলাকায় রাস্তা পারাপারের সময় আজিজকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।






















