বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী সোমবার ঢাকায় অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দায়িত্বপ্রাপ্ত উপাচার্য গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের অফিসিয়াল ফেসবুক আইডিতে এ শোক বার্তা প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী সোমবার ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, মৃত্যুকালে হাবীবুল্লাহ সিরাজীর বয়স হয়েছিল ৭৩ বছর। ২০১৮ সালের ২০ ডিসেম্বর তিনি বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়েছিলেন।
এছাড়াও ভাষা ও সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























