দিনাজপুরের বিরামপুরে প্রাইভেট কারে ফেনসিডিল পাচারের অভিযোগে সুমন হোসেন (২৯) ও আলমগীর (২৬) নামে দুই যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। এ সময় ওই কারটি থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ শনিবার ভোরে পৌরশহরের দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের কলাবাগান রাস্তার ওপর থেকে প্রাইভেট কারটি আটক করা হয়। আটক সুমন হোসেন শহরের পূর্বজগন্নাথপুর মহল্লার সাইদুলের ছেলে এবং আলমগীর হোসেন উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামের তোফাজ্জলের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে কালো রঙের একটি প্রাইভেট কারে ফেনসিডিল পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পৌরশহরের কলাবাগান এলাকায় অবস্থান নেয় পুলিশ। ভোর সাড়ের ৪টার দিকে ওই স্থান দিয়ে প্রাইভেট কারটির যাওয়ার সময় আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে বিশেষ কায়দায় রাখা ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ কারের চালক সুমনকে আটক করা হয়।
০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল, আটক ২
-
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
- প্রকাশিত : ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- 33
ট্যাগ :
জনপ্রিয়