নোয়াখালীর চাটখিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাকে ফাঁসাতে গিয়ে নির্যাতনের নাটক সাজিয়ে ফেঁসে গেল তিন যুবক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। শনিবার দুপুর ২টার দিকে ওই মামলায় মো. মিরাজ হোসেন (১৮) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে, মৌখিক অভিযোগ পেয়ে শুক্রবার (২৮ মে) দিবাগত রাতে মিরাজ হোসেনকে আটক করে পুলিশ। মিরাজ উপজেলার ২ নম্বর রামনারায়নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মিনহাজী পাটোয়ারী বাড়ির আবুল বাসারের ছেলে এবং পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৭ মে দুপুর পৌনে ২টার দিকে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিরাজের মা মিনু আক্তারের (৩৭) সঙ্গে তার ননদ আমেনা বেগমের (৩৬) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই ঘটনাকে কেন্দ্র করে মিরাজের সঙ্গে তার ছোট চাচা ইব্রাহীমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাড়ির অন্য সদস্যরা এসে দুপক্ষকে নিবৃত করে। তখন চাচা ইব্রাহীম মিরাজকে দেখে নেয়ার হুমকি দেন। এরপর মিরাজ এই হুমকি ভিন্নখাতে প্রবাহিত করে চাচাকে ফাঁসানোর চেষ্টা করে। এক পর্যায়ে গত ২৮ মে সন্ধ্যা ৭টার দিকে মো. রাফি (১৯) ও মো. জিহাদের (১৮) যোগসাজশে মিরাজকে পার্শ্ববর্তী ধোয়া বাড়ির বাগানের সুপারি গাছের সঙ্গে দুই হাত রশি দিয়ে বেঁধে নির্যাতনের নাটক সাজায়। এরপর নির্যাতনের সাজানো ছবি তুলে চাচাদেরকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেয়। পরে এ ঘটনায় তার বড় চাচা ইসমাইল হোসেন (৩৫) বাদী হয়ে তার ভাতিজা মো. মিরাজ হোসেনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
চাচাকে ফাঁসাতে নির্যাতনের নাটক, আটক ৩
-
নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশিত : ১২:২২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- 36
ট্যাগ :
জনপ্রিয়