জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় লক্ষ্মীপুরের মেঘনা নদী ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের চরফলকন মেঘনা নদীর ভাঙন এলাকায় এ মানববন্ধন করা হয়। এতে বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেয়। রামগতি-কমলনগর বাঁচাও মঞ্চের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জানা গেছে, গত তিনযুগে রামগতি ও কমলনগর উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২৬টি বাজারসহ বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে অনেকেই আজ পথের ভিখারি। এ অঞ্চলের মানুষ বিভিন্ন সময় নদী ভাঙন রোধের প্রকল্পের দাবিতে বিভিন্ন ধরণের আন্দোলনে সমবেত হয়েছে। গত ১৭ মে পরিকল্পনামন্ত্রীর স্বাক্ষরে এ দুই উপজেলার ৩১ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প একনেকে উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়। মঙ্গলবার (১ জুন) একনেকের সভায় প্রধানমন্ত্রীর অনুমোদনের লক্ষ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এ প্রকল্প উপস্থাপন করার কথা রয়েছে। এ প্রকল্পের জন্য ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই রামগতি ও কমলনগরের সাড়ে ৭ লাখ মানুষের জন্মভূমি নদী ভাঙন থেকে রক্ষা পাবে। প্রাণের দাবি পূরণে একনেকের দিকে তাকিয়ে আছে বিপুল এ জনগোষ্ঠী।
মানববন্ধনে বক্তব্য রাখেন চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, রামগতি-কমলনগর বাঁচাও মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল, সাংবাদিক সাজ্জাদুর রহমান ও ইউসুফ আলি মিঠু প্রমুখ।