মালয়েশিয়ার আলোর সেতার প্রদেশের নাগা এবং কুবাং পাসু এলাকায় এ অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির কেদাহ ইমিগ্রেশন বিভাগ। এছাড়া ইন্দেনেশিয়া ও মিয়ানমারের নাগরিকসহ আরো ৩৭ জনকে আটক করা হয়।
রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কেদাহ ইমিগ্রেশনের পরিচালক জুহায়ের জামালউদ্দিন বলেন, অভিযানে মোট ৮৫ জনকে আটক করা হয়। কিন্তু তথ্য যাচাই-বাছাইয়ের পর ৫৪ জনকে অনিবন্ধিত পাওয়া যায়। এর মধ্যে ইন্দোনেশিয়ার ২৯ জন পুরুষ, চারজন নারী এবং একটি শিশু। এছাড়াও ১৭ জন বাংলাদেশি এবং তিনজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।






















