বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, দ্য গার্ডিয়ান, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট বিপর্যয়ের মুখে পড়েছে। এর মধ্যে বিবিসি, সিএনএন কিছু সময় বন্ধের পর চালু হলেও বাকিগুলোতে অচলাবস্থা দেখা গেছে। অকার্যকর পাওয়া গেছে এসব প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপও। বাংলাদেশ সময় বেলা ৪টার দিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ঢুকে এরর মেসেজ দেখা যায়। অ্যামাজন ডটকমের রিটেইল সাইটেও ঢোকা যাচ্ছিল না। এ ছাড়া পিন্টারেস্ট, রেডিট, ভিমিওর সাইটও বন্ধ পাওয়া যায়। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটও বন্ধ পাওয়া গেছে। এ ছাড়া জনপ্রিয় দুই ওভার দ্য টপ (ওটিটি) সার্ভিস হুলু, এইচবিও ম্যাক্সেও দেখা দিয়েছে বিভ্রাট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়, ফাস্টলি নামের একটি ক্লাউড নেটওয়ার্কিং কোম্পানিতে প্রযুক্তিগত জটিলতায় এ সমস্যা দেখা দেয়। তবে আল জাজিরার মতো কয়েকটি সাইটে এখনও সমস্যা দেখা যায়নি। এ সংক্রান্ত সংবাদটি ব্রেকিং হিসেবে প্রচার করে আল জাজিরা। ফাস্টলির কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাদের সিডিএন সার্ভিসে সমস্যা আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ফাস্টলি আরও জানায়, তাদের সার্ভিস নেয়া অধিকাংশ সাইটের পারফরম্যান্সে ত্রুটি দেখা গেছে।
০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে সংবাদমাধ্যম ও সরকারি সাইটে বিপর্যয়
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- 49
ট্যাগ :
জনপ্রিয়




















