চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদীতে বালিবাহী বাল্কহেড ডুবে গেছে। এই ঘটনায় বাল্কহেডে থাকা চার শ্রমিকের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠে প্রাণ রক্ষা করতে পারলেও অন্য দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দশানি মোহনপুর এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাল্কহেড থেকে প্রাণে রক্ষা পাওয়া দুজন নাঈম সিকদার (৩০) ও মো. মহিউদ্দিন (৩৫) জানান, রাতে তারা চারজন ঘুমিয়ে ছিলেন। এ সময় নোঙ্গর করা বাল্কহেড হঠাৎ ডুবে যায়। কিন্তু কি কারণে দুর্ঘটনা ঘটেছে, ফলে ঘুমে থাকায় তারা কোনো কিছুই আঁচ করতে পারেননি। এরমধ্যে এই দুজন রক্ষা পেলেও মিজানুর রহমান (২৫) ও সাজু সিকদার (২৩) নামে আরো দুজন নিখোঁজ হন। এদিকে, দুর্ঘটনার ১২ ঘণ্টা পর ডুবে যাওয়া বাল্কহেড থেকে এই দুজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ারসার্ভিস যৌথভাবে নিখোঁজ বাল্কহেড ও দুজনের সন্ধানে অভিযান শুরু করে। তবে বৃহস্পতিবার বিকেল তিনটায় ডুবে যাওয়া বাল্কহেডে নিখোঁজদের কোনো সন্ধান মেলে। এ সময় তাদের লাশ উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
মতলব উত্তরের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. অহিদুজ্জামান জানান, দুর্ঘটনার শিকার বাল্কহেডের চার স্টাফের বাড়ি বরগুনা জেলার তালতলী এলাকায়। তিনি আরো জানান, লাশগুলোর ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।