সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দুই বছর আটকে রেখে ধর্ষণের অভিযোগে রোস্তম আলী দেওয়ান (৫৫) নামে এক গৃহ শিক্ষককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলাবার গভীর রাতে সাভারের কলমা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৪) ওই তরুণীকে কলমা এলাকায় একটি ভাড়া বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে আসছিলেন ওই গৃহ শিক্ষক।
মঙ্গলবার কৌশলে বিষয়টি ওই তরুণী সাভার মডেল থানা পুলিশকে জানালে এস আই তারিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই ধর্ষণকারী ও তরুণীকে উদ্ধার করে।
তরুণীকে ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন ওই ধর্ষণকারী শিক্ষক। ওই ছাত্রীকে কলমা এলাকার স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে পরিচয় হয় তার সাথে। পরে তিনি গৃহ শিক্ষক হিসেবে ওই তরুণীকে বাসায় পড়াতেন।
এঘটনায় ধর্ষিতার পরিবার ওই শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টাফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছেন এসআই তারিকুল ইসলাম। ধর্ষণকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান এই কর্মকর্তা।




















