নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খানকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার দুপুরে শহরের ইবি রোডের লক্ষ্মী সিনেমা হলের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল-আমিন সিরাজগঞ্জ পৌর এলাকার ভাসানী রোডের মৃত আব্দুল মজিদের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুপুরে লক্ষ্মী সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।




















