ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মজিদ ভান্ডারী (৬৫) নামে এক ইউপি মেম্বারের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার। তিনি উপজেলার গৌরাঙ্গী (উত্তর পাড়া) গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
ঘাটাইল থানার ওসি মহিউদ্দিন পিপিএম জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ তুহিন আব্দুল্লাহের নেতৃত্বে বুধবার ২১ ফেব্রুয়ারি ভোরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে শহীদ বেদিতে পড়ে যান। পরবর্তীকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তুহিন আব্দুল্লাহ, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার রহমান শাহজাহানসহ উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




















