বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া ২য় মেয়াদে দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা সাড়ে ১১টায় বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ।
২য় মেয়াদে নিয়োগ প্রদান এবং আস্থা রাখার জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, ২য় মেয়াদের পরবর্তী চার বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি এবং শিক্ষা ও গবেষণার মানকে বিশ্বমানে উন্নীত করণে স্ব স্ব অবস্থান থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
মতবিনিময় সভায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম, সা: সম্পাদক ও প্রক্টর ড. মোঃ আরিফুর রহমান খান, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মোঃ আরিফুর রহমান মন্ডল প্রমূখ। প্রমূখ।