ঢাকা ৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেধাশক্তি ও সততার মাধ্যমে দেশের মাইলফলক উন্নয়ন করে যাচ্ছেন। মহানআল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই শক্তি দিয়েছেন। সোমবার ঢাকা ৫ উপনির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে যাত্রাবাড়ি নূর কমিউনিউটি সেন্টারে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী মনিরুল ইসলাম মনু আরো বলেন, দেশে আজ ইউরোপ কান্ট্রির মত একেরপর এক উন্নয়ন কাজ হচ্ছে। পদ্মা সেতু, উড়াল সড়ক, মেট্রোরেল হচ্ছে। গ্রামে গঞ্জে গিয়ে দেখেন রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎসহ নানান উন্নয়ন কাজ। এ কাজের টাকার জন্য ওই জাইকার ও বিশ্ব ব্যাংকের আশায় থাকেননা। দেশের অর্থায়নেই কাজ করছেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
ঢাকা ৫ উপনির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্নার সভাপতিত্বে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম অনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধূরী সাইফুন্নবী সাগর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সিরাজুম মনির টিপু, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, বিশিষ্ট্য শিল্পপতি হাজী তুহিনুর রহমান (নুর হাজী), সাংসদ পুত্র বিশিষ্ট্য শিক্ষানুরাগী কাজী খাইরুল ইসলাম রনি, সামসুল হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভুইয়া সেন্টু, ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান, ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী িেলগর সাবেক সদস্য দিদারুল ইসলাম দিদার, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লা, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকআহমেদুল করিম জয়, ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গিয়াসউদ্দিন গেসু,৪৮ নম্বর ৪৯ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গাজী শামীম আহমেদ, ৬০,৬১ ও ৬২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াসা, ৪৮,৫০ ও ৫১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা খোকন,ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ প্রমুখ।