জাটকা রক্ষার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিগত বছরের মতো এবছরও আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৮ পালন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয়, জাটকা ধরে করবো না শেষ বাঁচবে জেলে হাসবে দেশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর মৎস্য ভবনে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ তথ্য জানান।
তিনি বলেন, মানুষকে সচেতন করতেই এ সপ্তাহ। এ লক্ষ্যে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ বছর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদীমন্ডল ইউনিয়নের কালিরখিল মাঠে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা নদীতে নৌ-র্যালি করা হবে।






















