রাজবাড়ী জেলা শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো: ওলিউর রহমান (৬২) ও তার স্ত্রী ফাতেমা রহমানের (৫৫) মৃত্য হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় তার নিজ ঘরে এ ঘটনাটি ঘটে। মৃতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে বৃষ্টি হচ্ছিল এ সময় ওলিউর রহমান তার ঘরে থাকা লোহার সিড়ি স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় স্বামীকে বাঁচাতে এলে স্ত্রী ফাতেমা রহমানও বিদ্যুতায়িত হন। স্থানীয়দের সহায়তায় দু’জনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত্য ঘোষণা করেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল ও রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
-
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
- প্রকাশিত : ১২:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- 39
ট্যাগ :
জনপ্রিয়