১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
দ-প্রাপ্ত মহেব আলী উপজেলার সিঙ্গারবিল ইউপির নলগড়িয়া গ্রামের মর্তুজ আলীর ছেলে। একই মামলা অভিযুক্ত আরো ৮জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করে আদালত।

বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, উপজেলার নলগড়িয়া এলাকার সামসু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ও ফারুক, একই এলাকার রূপ মিয়ার ছেলে শরীফ, জানু মেকারের ছেলে মানিক মিয়া, শের আলীর ছেলে বোরহান উদ্দিন, মেরাশানী এলাকার তাহের মিয়ার ছেলে জুবায়ের মিয়া, একই এলাকার গিয়াস মিয়ার ছেলে মানিক মিয়া ও জজ মিয়ার ছেলে সাচ্চু মিয়া।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩জুন রাত সোয়া ১২টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার কাঞ্চনপুরের একটি কবর স্থানে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল জমায়েত করছেন। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৯৭৫ বোতল ফেনসিডিলসহ ৯জনকে আটক করে।

পরে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের রায়ে একজনকে যাবজ্জীবন ও ৮জনকে বেকসুর খালাস দেয়া হয়।

সরকার পক্ষের আইনজীবী এপিপি শরিফুল ইসলাম বলেন, আদালত যৌক্তিক ভাবে এই মামলাটির রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

ট্যাগ :

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
দ-প্রাপ্ত মহেব আলী উপজেলার সিঙ্গারবিল ইউপির নলগড়িয়া গ্রামের মর্তুজ আলীর ছেলে। একই মামলা অভিযুক্ত আরো ৮জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করে আদালত।

বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, উপজেলার নলগড়িয়া এলাকার সামসু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ও ফারুক, একই এলাকার রূপ মিয়ার ছেলে শরীফ, জানু মেকারের ছেলে মানিক মিয়া, শের আলীর ছেলে বোরহান উদ্দিন, মেরাশানী এলাকার তাহের মিয়ার ছেলে জুবায়ের মিয়া, একই এলাকার গিয়াস মিয়ার ছেলে মানিক মিয়া ও জজ মিয়ার ছেলে সাচ্চু মিয়া।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩জুন রাত সোয়া ১২টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার কাঞ্চনপুরের একটি কবর স্থানে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল জমায়েত করছেন। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৯৭৫ বোতল ফেনসিডিলসহ ৯জনকে আটক করে।

পরে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের রায়ে একজনকে যাবজ্জীবন ও ৮জনকে বেকসুর খালাস দেয়া হয়।

সরকার পক্ষের আইনজীবী এপিপি শরিফুল ইসলাম বলেন, আদালত যৌক্তিক ভাবে এই মামলাটির রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।