টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের মৃত্যু শোক সইতে না পেরে চলে গেলেন মা। বুধবার রাতে মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গ্রামে ছেলে রঞ্জু চৌধুরী মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার সকালে মা আনোয়ারা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, ছেলের মৃত্যুর সংবাদ শুনে তার মা আনোয়ারা খাতুন (৮৫) অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার বেলা ১১টায় ছেলের জানাজ হওয়ার এক ঘন্টা আগে ১০টার দিকে মায়ের মৃত্যু হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছেলে এবং দুপুর দেড়টার দিকে মায়ের নামাজে জানাজা শেষ হওয়ার পর জামুর্কি গ্রামের কবরস্থানে মা-ছেলের লাশ পাশাপাশি দাফন করা হয়।




















