গাজীপুরে ১৫ দিনব্যাপী বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ) অনলাইন পণ্য মেলা- ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে । ২২ জুন (মঙ্গলবার ) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর অফিসার্স ক্লাবে এই মেলার উদ্বোধন করেন । মেলা চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত । বিসিক গাজীপুর জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম জানান ,উদ্বোধনকালে ৫৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরো ৯টি প্রতিষ্ঠানকে এই মেলায় যুক্ত করা হয়েছে ।
তিনি আরো জানান, করোনাকালী?ন সময়ে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি স্যারের নির্দেশনায় প্রতিটি জেলায় অনলাইন মেলার আয়োজন করা হয়েছে । তারই অংশ হিসেবে গাজীপুরে এই আয়োজন । মেলায় অংশ নেওয়া সর্বোচ্চ বিক্রিকারী তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে । বিসিক কর্তৃক প্রদত্ত স্টল নম্বর লেখা , উদ্যোক্তার নাম , প্রতিষ্ঠানের নাম , পণ্যের বিবরণ , শুধু দেশীয় পণ্যের প্রচার করা যাবে , ক্রেতাদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে ,অবশ্যই মোবাইল নাম্বার লিখতে হবে ,মেলা উপলক্ষে ডিসকাউন্টের হার উল্লেখ করতে হবে , পণ্যের পোস্ট দিতে হেস , ট্যাগ ব্যবহার করা , কোনো অবৈধ পণ্যের পোস্ট দেওয়া যাবে না ,কোনভাবেই কোন ক্রেতাকে ঠকানো যাবে না এসব নির্দেশনা মেনে অনলাইন মেলায় অংশগ্রহণ করার জন্য বিসিক গাজীপুর জেলা কার্যালয় থেকে বলা হয়েছে ।
বিসিকের অনলাইন মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস,এম তরিকুল ইসলাম বলেন , বিশ্বব্যাপী কোভিড- ১৯ এর হানা , করোনার ছোবলে আমরা আক্রান্ত হলেও আমরা কিন্তু থেমে যাইনি । আপনাদের উদ্যোগকে শ্রদ্ধা জানাই ,স্বাগত জানাই । আগে রাজবাড়ি মাঠে এবং বিভিন্ন উপজেলায় এসব মেলা বসতো ।কোভিড-১৯ এর কারণে তা সম্ভব হয়নি । তাই এই অনলাইন মেলার আয়োজন । সারা বিশ্বে অনলাইনের একটি সমৃদ্ধ বাজার রয়েছে । বাংলাদেশেও অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হচ্ছে । এতে সময় ও শ্রম ব্যয় হচ্ছে কম । মানুষজন অনলাইনে পণ্য অর্ডার করছেন । গত বছর জেলা প্রশাসন থেকে অনলাইনের মাধ্যমে কুরবানীর পশু কেনাবেচার ব্যবস্থা করা হয়েছিল । এবারও সামনের ঈদুল আজহায় জেলা প্রশাসন অনলাইনের মাধ্যমে কুরবানীর পশু কেনাবেচার ব্যবস্থা গ্রহণ করবে। আজকের বিসিকের এই অনলাইন পণ্য মেলার সফলতা কামনা করছি





















