নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মসজিদ ভেঙ্গে দিচ্ছি, মসজিদের জায়গা দখল করেছি এগুলো মিথ্যে। আমি আপনাদের পাশে সেই ২০০৩ থেকে যেভাবে কাজ করছি, এখনো সেভাবেই কাজ করছি। কে ভাট দিলেন, কে দিলেন না, কে গালি দিলেন বা কে খারাপ বলেন, আমার এটা নিয়ে কোনও মাথা ব্যাথা নাই।
রবিবার বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায় মাওলানা আলী (রাঃ) সিটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, আজকে আমরা যে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি, সেটার পিছে ব্যায় হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। যার সম্পূর্নটা সিটি কর্পোরেশন দিচ্ছে।
নারায়ণগঞ্জে আরও প্রায় ৭টি মসজিদ স্থাপন করেছেন উল্লেখ করে মেয়র আইভী বলেন, শুধু মসজিদ না, আমি মন্দিরও করে দিয়েছি। আমি সকল ধর্মের মানুষেরই প্রতিনিধিত্ব করছি। আমার কাজ হচ্ছে, আপনাদের কাজ করে দেয়া। কেউ খারাপ বলবে আবার কেউ ভালো বলবে কিন্তু, দায়িত্ব আপনাদের বিবেকের উপরে। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে হবে নির্বাচন, আমিও আমার নেত্রীর কাছে প্রতীক চাইবো। আমি আবার আপনাদের কাছে ভোট চাইতে আসবো, ভোট দেয়া না দেয়া সেটা আপনাদের ব্যাপার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. তৈমুর আলম খন্দকার, মাওলানা আলী (রাঃ) সিটি জামে মসজিদের সভাপতি মো. ইব্রাহীম চেঙ্গিস, এনসিসি প্যানেল মেয়র (১) আফসানা আফরোস বিভা, এনসিসি ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন শকু প্রমুখ।