যমুনার পানি বৃদ্ধি ও ভারী বর্ষণে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পুরাতন এলাকার জেলখানা ঘাট এলাকায় ধস দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ ধস দেখা দেয়। এতে প্রায় ১০০ মিটার এলাকা ধসে গেছে। এখনো ধস অব্যাহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ধস ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ফেলে ডাম্পিং শুরু করেছে। ভাঙনের খবরে আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী।
স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে প্রথমে ধসের স্থানে বুদবুদ শুরু হয় পরে ব্লকগুলো পানিতে ডেবে যেতে শুরু করেন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ১০০ মিটার এলাকার সিসি ব্লক ধসে যায়। এতে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতশত মানুষ ভাঙন এলাকায় ভিড় করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, অতিবৃষ্টি ও যমুনায় পানি বৃদ্ধির কারণে পানির নিচে ঘূর্ণাবর্তের কারণে মাটি ও জিওব্যাগ সরে ধস দেখা দিয়েছে। নিয়মিত সার্ভে করা হতো কিন্তু সকাল পর্যন্ত কোনো সমস্যা ধরা পড়েনি। তবে ধসের কারণে শহরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।