রাজধানীর কেরানীগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ইকুরিয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী ফালান ও আফজাল খান। অপরজন হলেন অটোরিকশা চালক চাঁন মিয়া ফকির (৩৮)।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার ওই দুই যাত্রী। এছাড়া চান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।






















