পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ এখন রোল মডেল। বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের মতো মাদককেও রুখতে হবে। সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়াই পুলিশের লক্ষ্য বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার সন্ধ্যায় সিলেট পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আইজিপি। প্রথমবারের মতো মাদকবিরোধী এ সভা আয়োজন করে সিলেট জেলা পুলিশ। বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দশ হাজার প্রতিনিধি এ সমাবেশে যোগ দেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল হাসান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজম খান, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমান, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।
আইজিপি বলেন, বিশে^র বিভিন্ন দেশ আজ সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকার হচ্ছে। তারা আমাদের কাছে জানতে চায় এতো দ্রুত সময়ে বাংলাদেশ কিভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছে। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন বিশে^র কাছে রোল মডেল।
এবার পুলিশের বিশেষ লক্ষ্য হচ্ছে মাদক নির্মূল করা। মাদক আমাদের দেশে উৎপাদন হয়না উল্লেখ করে আইজিপি বলেন,এটা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করে। মাদকের করাল গ্রাস থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পুলিশ এবং জনতা একসাথে মাদকের বিরুদ্ধে লড়াই করলে অবশ্যই সফল হবে।
আইজিপি বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শুধুমাত্র পুলিশ বিভাগে ১৭ সদস্য নিহত ও প্রায় ৩ হাজারের মতো সদস্য আহত হয়েছেন। মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বিগত নয় বছরে সরকারের আন্তরিকতায় আগের তুলনায় বাংলাদেশ পুলিশ অনেক ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে। আইজিপি বলেন, দেশের জনগণের নিরাপত্তা বিধান ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পুলিশ বদ্ধপরিকর।
তিনি বলেন, গত নয় বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশের উন্নয়নের সবকটি সূচক এখন ঊর্ধ্বমুখী। ড. জাবেদ পাটোয়ারী বলেন, সার্বিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি নিরাপদ বাংলাদেশ গড়তে পুলিশের কার্যক্রমে সকল মহলের সহযোগিতা কামনা করেন।






















