পুরান ঢাকার চকবাজারে হরনাথ ঘোষ রোডে একটি ভবনের দেয়াল ধসে দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন- সারোয়ার হোসেন (৩০) ও সবুজ মিয়া (৪০)। সারোয়ার হোসেন টেইলার মাস্টার আর সবুজ মিয়া রিকশাচালক।
শনিবার রাত সোয়া ১০টার দিকে ভবনের দেয়ালটি ধসে পড়ে। পুরনো ওই ভবনটি ভেঙে ফেলার কাজ চলছিল। এসময় সবুজ ও সাগর নামে দুইজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বাড়ি ভাঙার সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। এ জন্য দুর্ঘটনা ঘটেছে।






















