গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় কয়েকটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা। রবিবার সকাল ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় সেলিম ও সালামের কয়েকটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়ায়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনো জানা যায়নি বলেও জানান তিনি।




















