সুনামগঞ্জের লহ্মীবাউর এলাকায় বেইলি ব্রিজ ভেঙে মালবাহী একটি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হন। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ছাতক-দোয়ারাবাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
নিহতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের আবুল কালাম (২৫) ও হাবিব আহমদ (৩০)।
সুনামগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের সেকশন অফিসার রমজান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাফার্জ থেকে ক্রেন এনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে চেষ্টা চলছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল সেন জানান, স্লইস গেইট নির্মাণের মালামাল ভর্তি একটি ট্রাক লক্ষীবাউর বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এসময় একজন আহত হয়।




















