রাজধানীর বিমানবন্দর থানাধীন বনরূপা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন।
রবিবার দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ওই দুই নারীর মৃত্যু হয়। তাদের একজনের বয়স ৪৫ অপর জনের বয়স ৪৭।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।






















