১০:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪

চলতি দশকেই ভয়াবহ বন্যার শঙ্কা

আর এক দশকের মধ্যে ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতে চলেছে চাঁদ। পৃথিবীকে প্রদক্ষিণের সময় কক্ষপথে ‘টলোমলো পায়ে হাঁটার’ কারণে এমনটি ঘটতে পারে। চাঁদের সেই খামখেয়ালিপনা ভয়ংকর বন্যা ডেকে আনতে চলেছে এই শতাব্দীর তিনের দশকে, আর ১০ বছরের মধ্যেই। সাগর ও মহাসাগরের পানির স্তর অস্বাভাবিকভাবে উঠে এসে ডেকে আনবে সেই ভয়াল বন্যা, যা হবে খুব ঘন ঘন। পানির তলায় টানা কয়েক মাস থাকবে যুক্তরাষ্ট্রসহ সমুদ্র উপকূলবর্তী বহু দেশের শহর, গ্রামাঞ্চল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এসব উদ্বেগজনক খবর জানিয়েছে। নাসার বিজ্ঞানীদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচার ক্লাইমেট চেঞ্জে। গবেষণাপত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কক্ষপথে একটু ঝুঁকে পড়ে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে আর নির্দিষ্ট সময় পরপর সেই ঝুঁকে থাকা অবস্থায় চাঁদ ‘টলোমলো পায়ে হাঁটে’ বলেই তা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। পৃথিবীকে প্রদক্ষিণের পথে সাড়ে ১৮ বছরের একটি চক্র রয়েছে চাঁদের। এই সাড়ে ১৮ বছরের অর্ধেক সময় চাঁদের জন্য পৃথিবীর সব সাগর, মহাসাগরে জোয়ারের পরিমাণ ও প্রাবল্য বেশি হয় ভাটার চেয়ে। চক্রের বাকি অর্ধেক সময় উল্টোটা হয়। পৃথিবীর সাগর, মহাসাগরে ভাটার পরিমাণ ও প্রাবল্য বেশি হয় জোয়ারের চেয়ে। চাঁদ কক্ষপথে এখন যে পর্যায়ে রয়েছে তাতে পৃথিবীর সাগর, মহাসাগরে ভাটার পরিমাণ ও প্রাবল্য একটু বেশি জোয়ারের চেয়ে। কিন্তু সেই অবস্থা বদলাবে এই শতাব্দীর তৃতীয় দশকে পা দেয়ার পরপরই।

ট্যাগ :
জনপ্রিয়

চলতি দশকেই ভয়াবহ বন্যার শঙ্কা

প্রকাশিত : ১২:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

আর এক দশকের মধ্যে ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতে চলেছে চাঁদ। পৃথিবীকে প্রদক্ষিণের সময় কক্ষপথে ‘টলোমলো পায়ে হাঁটার’ কারণে এমনটি ঘটতে পারে। চাঁদের সেই খামখেয়ালিপনা ভয়ংকর বন্যা ডেকে আনতে চলেছে এই শতাব্দীর তিনের দশকে, আর ১০ বছরের মধ্যেই। সাগর ও মহাসাগরের পানির স্তর অস্বাভাবিকভাবে উঠে এসে ডেকে আনবে সেই ভয়াল বন্যা, যা হবে খুব ঘন ঘন। পানির তলায় টানা কয়েক মাস থাকবে যুক্তরাষ্ট্রসহ সমুদ্র উপকূলবর্তী বহু দেশের শহর, গ্রামাঞ্চল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এসব উদ্বেগজনক খবর জানিয়েছে। নাসার বিজ্ঞানীদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচার ক্লাইমেট চেঞ্জে। গবেষণাপত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কক্ষপথে একটু ঝুঁকে পড়ে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে আর নির্দিষ্ট সময় পরপর সেই ঝুঁকে থাকা অবস্থায় চাঁদ ‘টলোমলো পায়ে হাঁটে’ বলেই তা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। পৃথিবীকে প্রদক্ষিণের পথে সাড়ে ১৮ বছরের একটি চক্র রয়েছে চাঁদের। এই সাড়ে ১৮ বছরের অর্ধেক সময় চাঁদের জন্য পৃথিবীর সব সাগর, মহাসাগরে জোয়ারের পরিমাণ ও প্রাবল্য বেশি হয় ভাটার চেয়ে। চক্রের বাকি অর্ধেক সময় উল্টোটা হয়। পৃথিবীর সাগর, মহাসাগরে ভাটার পরিমাণ ও প্রাবল্য বেশি হয় জোয়ারের চেয়ে। চাঁদ কক্ষপথে এখন যে পর্যায়ে রয়েছে তাতে পৃথিবীর সাগর, মহাসাগরে ভাটার পরিমাণ ও প্রাবল্য একটু বেশি জোয়ারের চেয়ে। কিন্তু সেই অবস্থা বদলাবে এই শতাব্দীর তৃতীয় দশকে পা দেয়ার পরপরই।