সরকারি ঋণ আর্থিক খাতে কোন চাপ তৈরি করছে না বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা ত্রৈমাসিক বাজেট প্রতিবেদনে এ কথা বলেন অর্থমন্ত্রী।
চলতি বাজেট বাস্তবায়নের চিত্র সংসদে তুলে ধরে তিনি বলেন, আপনাদের আমি আশ্বস্থ করতে চাই যে, সরকারি খাতের ঋণ প্রবাহ, মুদ্রা ও আর্থিক খাত ব্যবস্থাপনার ওপর কোনরূপ বাড়তি চাপ তৈরি করছে না। প্রথম প্রান্তিক শেষে সরকারি খাতের ঋণ প্রবাহ আগের বছরের তুলনায় অনেকটাই কমেছে (১৩.৫)। অধিক পরিমাণে সঞ্চয়পত্র বিক্রির ফলে ব্যাংক ব্যবস্থা হতে সরকারের ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা কমেছে। চলতি অর্থ বছরে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ২০২ কোটি টাকা।
অর্থমন্ত্রী আরো বলেন, আমদানি ও সেবাজনিত ব্যয় বৃদ্ধির কারণে চলতি হিসাবে ঘাটতি তৈরি হলেও বৈদেশিক উৎস হতে অর্থপ্রবাহ বৃদ্ধির কারণে সার্বিক লেনদেন ভারসাম্যে অনুকূল অবস্থা বিরাজ করছে। বৈদিশিক মুদ্রা হারের বিনিময় হারের সামান্য অবিচিতি হয়েছে, যা রপ্তানি ও প্রবাস আয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
সরকারের অর্থব্যয় পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় মোট ব্যয় ৮.৮ শতাংশ বেড়েছে। এসময় বাজেটের মোট বরাদ্দের ১১ দশমিক ৭ শতাংশ ব্যয় হয়েছে। এরমধ্যে অনুন্নয়ন খাতে ব্যয় হয়েছে বরাদ্দের ১৪ দশমিক ৬ শতাংশ। আর উন্নয়ন বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ব্যয় হয়েছে ১০ দশমিক ২ শতাংশ।






















