১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

সিলেটের কোয়ারি ধসে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত : ০২:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • 127

সিলেটের কোম্পানিগঞ্জে পাথর কোয়ারির মাটি ধসে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিহত পাথর শ্রমিক জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমানের ছেলে নাছির মিয়া বাদী হয়ে সোমবার রাতে এই মামলাটি করেন বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান।

উপজেলার কালাইরাগ এলাকায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে ৭০-৮০ ফুট গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে মাটি ধসে চাপা পড়ে পাঁচ শ্রমিক মারা যায়।

ওসি বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, ফয়জুর রহমান (৫৫), তানভির আহমদ ওরফে কনাই (৩৫), ফয়জুল করিম ওরফে কালা (৩৬), মাসুক (৩০), আব্দুর রউফ (৪০) ও আব্দুছ ছত্তার (৫৫)। এছাড়া অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, কোয়ারিতে মাটি ধসের ঘটনার পরপর আটক কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকেও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

কোয়ারি ধসে নিহতরা হলেন, সুনামগঞ্জের মুরাদপুরের মতিউর রহমান, রুহুল মিয়া, ছলেরবন গ্রামের আশিক আলী, জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান ও একই গ্রামের মইনুদ্দিন (৩০)।

স্থানীয়রা রাতেই ঘটনাস্থল থেকে মতিউর ও রুহুল মিয়ার এবং সোমবার সকালে আশিক ও আতাবুরের লাশ উদ্ধার করেন। আর বিকালে উদ্ধার করা হয় মইনুদ্দিনের লাশ। দুর্ঘটনার পরপর আহত তিনজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

>>সিলেটে পাথর কোয়ারি ধসে ৪ শ্রমিকের মৃত্যু

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

সিলেটের কোয়ারি ধসে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

প্রকাশিত : ০২:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

সিলেটের কোম্পানিগঞ্জে পাথর কোয়ারির মাটি ধসে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিহত পাথর শ্রমিক জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমানের ছেলে নাছির মিয়া বাদী হয়ে সোমবার রাতে এই মামলাটি করেন বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান।

উপজেলার কালাইরাগ এলাকায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে ৭০-৮০ ফুট গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে মাটি ধসে চাপা পড়ে পাঁচ শ্রমিক মারা যায়।

ওসি বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, ফয়জুর রহমান (৫৫), তানভির আহমদ ওরফে কনাই (৩৫), ফয়জুল করিম ওরফে কালা (৩৬), মাসুক (৩০), আব্দুর রউফ (৪০) ও আব্দুছ ছত্তার (৫৫)। এছাড়া অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, কোয়ারিতে মাটি ধসের ঘটনার পরপর আটক কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকেও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

কোয়ারি ধসে নিহতরা হলেন, সুনামগঞ্জের মুরাদপুরের মতিউর রহমান, রুহুল মিয়া, ছলেরবন গ্রামের আশিক আলী, জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান ও একই গ্রামের মইনুদ্দিন (৩০)।

স্থানীয়রা রাতেই ঘটনাস্থল থেকে মতিউর ও রুহুল মিয়ার এবং সোমবার সকালে আশিক ও আতাবুরের লাশ উদ্ধার করেন। আর বিকালে উদ্ধার করা হয় মইনুদ্দিনের লাশ। দুর্ঘটনার পরপর আহত তিনজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

>>সিলেটে পাথর কোয়ারি ধসে ৪ শ্রমিকের মৃত্যু