নেত্রকোনায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়েছেন সদর উপজেলার কয়েক হাজার ইজিবাইক ও মিশুক চালকরা। টানা ১৪ দিনের লকডাউন চলাকালীন সময়ে প্রতিদিনই জেলার বিভিন্ন শ্রেণীর কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় শহরের চন্দ্রনাথ ও আঞ্জুমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা শহরের ইজিবাইক ও মিশুক চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও চলমান পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। করোনার সংক্রমণের উর্ধগতির কারণে লকডাউন বাস্তবায়নে চালকদের ঘরে রাখতেই মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন। সকালে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, এডিসি আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। খাদ্যের জন্য ৯৯৯-এ ফোন দেওয়া মাত্রই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান তারা
০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন মিশুক ও ইজিবাইক চালকরা
-
নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশিত : ১২:২৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- 61
ট্যাগ :
জনপ্রিয়